টিম জিয়নবিডি অতি আনন্দের সাথে জানাচ্ছে যে, জিয়নবিডির ব্যবস্থাপনা পর্ষদ সম্প্রতি মাইক্রোসফট কর্পোরেশন এর সাথে বেশকিছু সেবা প্রদানের ক্ষেত্রে চুক্তি সাক্ষরিত করেছেন। যার ফল স্বরূপ জিয়নবিডির সম্মানিত গ্রাহকগণ, মাইক্রোসফট ক্লাউড সলুইশনের আওতায় এখন থেকে বেশকিছু আকর্ষণীয় সেবা পাবেন সরাসরি জিয়নবিডি থেকে। যেমনঃ মাইক্রোসফটের অফিস ৩৬৫ (মাইক্রোসফট ক্লাউডে এ আপনার সম্পূর্ণ অফিস সুইট), এছাড়াও রয়েছে জিয়নবিডির বাংলাদেশে অবস্থিত জিয়নবিডির নিজেস্য টিয়ার থ্রি ডাটা সেন্টারের ভি.পি.এস/ক্লাউড/ডেডিকেটেড সার্ভার প্লানগুলতে সম্পূর্ণ বৈধ এবং আসল উইন্ডোজ সার্ভার ভিক্তিক অপারেটিং সিস্টেম এবং তাছাড়াও রয়েছে মাসিক নাম মাত্র মূল্য আপনার অফিস/ব্যাবসা/শিক্ষা প্রতিষ্ঠানের সকল পিসির জন্য উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ লাইসেন্স নেওয়ার সুবিধা সহ আরও অনেক কিছু।
আজ আমরা আপনাকে জানাতে যাচ্ছি মাইক্রোসফট এর অফিস ৩৬৫ সম্পর্কে। অফিস ৩৬৫ মাইক্রোসফটের একটি সাবস্ক্রিপশন/মাসিক সার্ভিস যেটা নিশ্চিত করে আপনি মাইক্রোসফট অফিসএর সমস্ত সফটওয়্যার/টুল/আপ্লিকেশন এর আপডেট ও নিরাপত্তা পেতে থাকবেন সরাসরি মাইক্রোসফটের কাছ থেকে। শুধু তাই নয়, অফিস ৩৬৫ মাইক্রোসফটের ক্লাউড এ থাকায় যেকোনো ডিভাইস থেকে যখন প্রয়োজন তখনি আপনি আপনার প্রয়জনীয় ফাইলটি খুলে কাজ করতে পারবেন, এ জন্য আপনাকে উক্ত ডিভাইসে কোন সফটওয়্যার/টুল/আপ্লিকেশন ইন্সটল করতে হবে না! আপনি চাইলে আপনার অফিস/ব্যাবসা/শিক্ষা প্রতিষ্ঠানের অন্য সদস্যদের সাথেও এক সাথে একটি ফাইলে কাজ করতে পারবেন।অর্থাৎ আপনি এখন আপনার মাইক্রোসফট অফিসের সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন মাইক্রোসফটের ক্লাউড সার্ভিসে এবং ২৪x৭ আপনার ক্লাউড অফিসের নিরাপত্তা ও আপডেট পাবেন সরাসরি মাইক্রোসফটের কাছ থেকে!
এছাড়াও আপনার ব্যবসায়িক ডোমেইনটিও আপনি মাইক্রোসফটের অফিস ৩৬৫ এর বিজনেস এসেনশিয়াল ও বিজনেস প্রিমিয়াম প্লানের মাধ্যমে মাইক্রোসফটের ইমেইল প্ল্যাটফরমে সংযুক্ত করতে পারেন, এবং আপনার ডোমেইনের পুরো ইমেইল সার্ভিসর নিরাপত্তা ও দেখাশুনার কাজটিও করবে স্বয়ং মাইক্রোসফট টিম। যার ফলে শেয়ার হোস্টিং এর মতো আর নয় ডোমেইন ব্ল্যাক লিস্ট অথবা ইমেইল বাউন্স সমস্যা!
ছোট থেকে বড় ব্যাবসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব পর্যায়ের ব্যবহারকারীগন জিয়নবিডির মাইক্রোসফট অফিস ৩৬৫ এর বিভিন্ন প্লান সমূহ থেকে তাঁদের পছন্দের উপযুক্ত প্লানটি বাছাই করে নিতে পারবেন। তাই দেরি না করে মাইক্রোসফটের অফিস ৩৬৫ এর বিস্তারত বিজনেস প্ল্যান সম্পর্কে জানতে ভিজিট করুন http://www.xeonbd.com/office-365 অথবা কথা বলুন +৮৮ ০৯৬ ৩৮ ৭৫০ ৭৫০ নম্বরে।