এখন থেকে XeonBD সকল শিক্ষক এবং অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান সমূহের জন্য বিনামূল্যে হস্টিং সেবা চালু করেছে।এর আওতায় বাংলাদেশের যকোনো শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক অথবা অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি উক্ত প্রতিষ্ঠানের একটি ডোমেইনের জন্য XeonBD থেকে বিনামূল্যে হোস্টিং সেবাটি নিতে পারবেন। সেবাগ্রহনকারিরা XeonBD তে তার অ্যাকাউন্ট সক্রিয় থাকাকালীন অবস্থায় আজীবন মেয়াদে বিনামূল্যে হস্টিং সেবাটি পাবেন।
সেবাটি মূলত XeonBD সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। ডিজিটাল বাংলাদেশ এর আর্থসামাজিক উন্নয়ন এর কথা বিবেচনা করে এবং শিক্ষাব্যবস্থার সাথে জড়িত অর্থাৎ শিক্ষকদের অভিজ্ঞতা এবং অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানের গবেষণা ও প্রচারনার প্রসারের লক্ষে XeonBD এই ক্ষুদ্র প্রচেষ্টা।
সেবা গ্রহনকারী শিক্ষকরা এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের ওয়েবসাইট অথবা গঠিত ব্লগ এর মাধ্যমে তাদের চিন্তাধারা ও সামাজিক উন্নয়নে অবদান অতি সহজে পূরো বিশ্বে ছড়িয়ে দিতে পারবে।যার ফলে সমাজের অনেক বেক্তি ও প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে উপকৃত হবে।
এই হস্টিং সেবাটিতে যা যা থাকছেঃ
আমাদের প্রদানকৃত হস্টিং অ্যাকাউন্ট থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। অবশ্যই অ্যাকাউন্ট টা থাকবে স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের আনলিমিটেড হস্টিং প্লান ১ এর মতই সেবাগুলো থাকবে। (তবে ফ্রি ডোমেইন সেবাটি থাকবে না)।
- সিঙ্গেল ডোমেইন হস্টিং
- আনলিমিটেড এস.এস.ডি ওয়েব হস্টিং
- ম্যানেজড অপারেটিং সিস্টেম
- আনলিমিটেড ডাটা ট্র্যান্সফার/ মাস
- আনলিমিটেড ইমেইল এড্রেস
- আনলিমিটেড ডাটাবেস
- আনলিমিটেড ট্রাফিক
- সেয়ারড IPv4
- Basic SSL
- সর্বাধুনিক cPanel
- যেকোনো সময় আপগ্রেড সক্ষমতা
- ২৪/৭ সেবার নিশ্চয়তা
- ৯৯.৯৯ % আপ টাইম এর প্রতিশ্রুতি
- প্রয়োজনীয় তথ্য ব্যাকআপ সুবিধা
আপনাদের জন্যই আমরা। XeonBD সবসময় চেষ্টা করে সর্বাধুনিক সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর মাধ্যমে সেবা প্রদান করে সকল সেবাগ্রহীতার সন্তুষ্টি অর্জন।
এই বিনামূল্যে হস্টিং সেবা গ্রহনের মাধ্যমে শিক্ষক ও উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ আরও পাবেন একটি অ্যাকাউন্ট এর সাথে এল.এম.এস ইন্সটালেসন সম্পূর্ণ বিনামূল্যে।
XeonBD সবসময় এসব মানুষদের পরিশ্রম এবং সকল অনুভূতিগুলকে প্রাধান্য দেয়। আপনাদের পরিপূর্ণ সেবা আমাদের লক্ষ্য।
আপনি যদি শিক্ষক অথবা অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে থাকেন, তবে এই লিঙ্কে https://goo.gl/SDyGzL ক্লিক করে ফরমটি পূরনের মাধ্যমে বুঝেনিন আপনার বিনামূল্যে হস্টিং সেবার অফারটি।
আরও বিস্তারিত জানতে এবং আমাদেরকে আপনার মূল্যবান মতামত আমাদেরকে ইমেইল পাঠাতে পারেন sales@xeonbd.com অথবা কল করুন +৮৮০১৯৭৭৯৩৬৬২৩